ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

খালেদার ‘ভূয়া’ জন্মদিন নিয়ে চীনা দূতাবাসের ভুল স্বীকার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৭ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৬:০২, ৭ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভূয়া’ জন্মদিন পালন অনুষ্ঠানে শুভেচ্ছা পাঠানোর জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকার চীনা দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে একে ‘ভুল’ উল্লেখ করা হয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে। 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার চীনা দূতাবাসের সামনে বিষয়টি তুললে তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তারা বিষয়টিতে সর্তক থাকবেন বলেও জানানো হয়। বিষয়টির সংবেদনশীলতা ধরতে না পেরে চীনা দূতাবাস ভুলটি করেছে বলে জানান তারা।

এর আগে বিএনপি চেয়ারপারসনের জন্মদিনে নিয়মিত শুভেচ্ছা পাঠালেও ভূয়া জন্মদিনের বিষয়ে অবগত ছিলো না চীনা দূতাবাস।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি