ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আ. লীগ নেতা বাহাউদ্দিন নাছিম করোনা আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর)  কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মহাসচিব কৃষিবিদ মোঃ খাইরুল আলম প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কৃষিবিদ ইনস্টিটিউটের সাবেক এই মহাসচিব এবং সভাপতি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর রোগ মুক্তির কামনায় আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় কেআইবি কমপ্লেক্সে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকেও আজ দোয়া মাহফিলের আয়োজন করা হবে। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি