ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নিতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ৯ মে ২০১৭

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নিতে হবে বলে জানালেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মাদ নাসিম।

দুপুরে দ্বীন মোহম্মদ চক্ষু হাসপাতালে উদ্ধোধন অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। নাসিম বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ি যথা সময় বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। আর ভুল না করে সেই নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ারও জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান দেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশেও প্রসংশিত হচ্ছে। সব শ্রেনীর মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ডাক্তারদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান মোহম্মাদ নাসিম।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি