ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকেশ্বরীতে স্যানিটাইজার ও মাস্ক দিলো স্বেচ্ছাসেবক লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ২১ অক্টোবর ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগত পুজারী ও দর্শনার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে বুধবার (২১ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষের নিকট হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা মহামারী, বন্যা, ঘূর্ণিঝড় আম্পানসহ যে কোনও দূর্যোগে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। 

এসময় অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল উৎসব সার্বজনীন, উৎসব সকল মানুষের। আসন্ন দুর্গাপূজায় দেশের সকল পূজামন্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে উৎসবে অংশ গ্রহণ করতে সচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। 

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন- ধর্ম যার যার উৎসব সবার। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গোৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের কাজ করতে অনুরোধ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি নির্মল চ্যাটার্জি, আবদুল আলিম বেপারী, অ্যাডঃ মাহফুজা বেগম সাঈদা, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, উপ-মহিলা বিষয়ক সম্পাদক উর্মি ঢালী, কার্যনির্বাহী সদস্য আবু জাফর প্রমুখ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি