ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লাইফ সাপোর্টে সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ৫ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নবম জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল (অব.) শওকত আলীর অবস্থা সঙ্কটাপন্ন। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে আছেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদের গণসংযোগ পরিচালক মো. তারিক মাহমুদ।

অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ৬ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়।

শওকত আলীর রোগমুক্তি কামনায় তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি