ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

আ.লীগ নেতা হুমায়ুন মাহমুদের ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ৬ নভেম্বর ২০২০

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সিনেট সদস্য অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হুমায়ুন মাহমুদের প্রথম জানাযার নামাজ শুক্রবার সকাল ৯টায় ঢাকার ইস্কাটন গার্ডেন জামে মসজিদ এবং দ্বিতীয় জানাযা দেবিদ্বারের মোহাম্মদপুর সেরাজুল হক কলেজ মাঠে বেলা ৩টায় অনুষ্ঠিত হয়। পরে তাকে দেবিদ্বারে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি