ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শেখ রাজিয়ার মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১৭ নভেম্বর ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি এবং শেখ সালাউদ্দিন আহমেদ জুয়েল এমপি'র মাতা, ও শেখ তন্ময়'র দাদী শেখ রাজিয়া নাসেরের ইন্তেকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

তিনি গত ১৬ নভেম্বর (সোমবার) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। 

নেতৃবৃন্দ শেখ পরিবারের প্রয়াত এই অভিভাবকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি