ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৯, ৩০ নভেম্বর ২০২০

ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম মারা গেছেন। রোববার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

মহিউদ্দিন মাহমুদ জানান, দীর্ঘদিন ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ, লিভার ও কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন গুলশান আরা। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল তাকে। প্রায় ২০ মাস সেখান চিকিৎসাধীন থাকা অবস্থায় এবছরের ২০ অগাস্ট এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। গত সাতদিন ধরে আইসিইউতে ছিলেন তিনি।

প্রসঙ্গত, হাজী সেলিমদের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যান পদে ছিলেন গুলশান আরা সেলিম। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনারও (বর্তমানে কাউন্সিলর) ছিলেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি