ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আ.লীগ নেতা আমিনুল ইসলাম আমিন অসুস্থ, হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ৫ ডিসেম্বর ২০২০

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে তিনি চট্টগ্রাম ম্যাক্স হসপিটালে ভর্তি হয়েছেন। অসুস্থতার কথা নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারি মিরান হোসেন মিজান।

তিনি বলেন,আমিনুল ইসলাম আমিন প্যানক্রিয়াস ব্যাথাজনিত কারণে অসুস্থ হয়ে গতকাল সকালে চট্টগ্রাম ম্যাক্স হসপিটালে ভর্তি রয়েছেন। তিনি সাতকানিয়ায় কয়েকটি অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে গতকাল ( বৃহস্পতিবার) রাতে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। 

তাঁর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি