ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ভাস্কর্য ইস্যুতে উত্তাল সারাদেশ, নীরব বিএনপি (বিএনপি)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ৯ ডিসেম্বর ২০২০

ভাস্কর্য ইস্যুতে যখন সারাদেশ উত্তাল, বিএনপি তখন এ ইস্যুতে একেবারেই নীরব। দলটির অবস্থান জানতে বিএনপির সিনিয়র নেতাদের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তারা বলছেন, বিএনপি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দলটির নেতারা জানান, ভাস্কর্য ইস্যু ছাড়াও কথা বলার মতো দেশে অনেক ইস্যু আছে।

ভাস্কর্য ইস্যুতে বিএনপির জোটে থাকা খেলাফত মজলিসের এই নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সারাদেশ উত্তাল। 

এর মাঝেই কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাধীন ভাস্কর্য ভাংচুর করা হয়। মৌলবাদীদের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ে সবখানে। 
 
মৌলবাদীদের আস্ফালনের মুখে যখন সারাদেশ প্রতিবাদমুখর তখন এ ইস্যুতে নিশ্চুপ বিএনপি। 

দলটির অবস্থান জানতে নীতি নির্ধারণী ফোরামের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ কয়েকজন নেতার সঙ্গে যোগযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা।

বিএনপি নেতাদের দাবি, যারা ভাস্কর্যবিরোধী বক্তব্য দিচ্ছে সেই হেফাজতের সঙ্গে সরকারেরই ভালো সম্পর্ক।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশান কার্যালয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাস্কর্য থাকলেও এ নিয়ে অবশ্য মামুনুল, ফয়জুলরা কিছুই বলেনি।

ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি