ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

পৌরসভা নির্বাচন

তৃতীয় ধাপে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৪, ২৬ ডিসেম্বর ২০২০

বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আজ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভা নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হয়। 

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মনোনয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তৃতীয় ধাপের নির্বাচনে রংপুর বিভাগে চারটি, রাজশাহী বিভাগে ১২টি, খুলনা বিভাগে নয়টি, বরিশাল বিভাগে আটটি, ঢাকা বিভাগে ১২টি, ময়মনসিংহ বিভাগে আটটি, সিলেটে তিনটি এবং চট্টগ্রাম বিভাগে আটটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম ধাপে ২৫টি এবং দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি