ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৫৬ পৌরসভায় নির্বাচন

আজ চূড়ান্ত হচ্ছে আ.লীগের মেয়র প্রার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ১৩ জানুয়ারি ২০২১ | আপডেট: ০৮:২৮, ১৩ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

৫৬টি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাছাই করতে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক ডেকেছে আওয়ামী লীগ। আজ বুধবার বিকেল ৪টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে সংশ্নিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। 

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে এই ৫৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি