ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গণতন্ত্র হত্যা দিবসে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে যুবলীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২১

১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি-জামাত সরকার কর্তৃক ভোটার-বিহীন প্রহসনের নির্বাচন ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ।

সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপনের সভাপতিত্বে সমাবেশে মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-কৃষি ও সমাবয় সম্পাদক মোল্লা রওশন জামির রানা, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আনোয়ার ইকবাল সান্টু, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি