ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নূর উদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১১, ১৩ মার্চ ২০২১

লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন।

আজ শনিবার (১৩ মার্চ) গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের পদ শূন্য হওয়ায় আসনটিতে উপনির্বাচন হচ্ছে। ১১ এপ্রিল এ আসনে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি