ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

গণহত্যা দিবসে আ.লীগের কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ২৫ মার্চ ২০২১

আজ ২৫ মার্চ। গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। দিবসটি স্মরণে কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন (ভার্চুয়ালি) বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির। 

এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ সারাদেশে নানাবিধ কর্মসূচি পালন করবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি