ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত কর্মকর্তার মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ৩০ মার্চ ২০২১ | আপডেট: ১৮:০০, ৩০ মার্চ ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক, আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি'র সাবেক ব্যক্তিগত কর্মকর্তা এবং বাংলাদেশ আওয়ামী লীগ-এর দপ্তর উপ-কমিটির সাবেক সদস্য মো. শাহজাহান-এর মৃত্যুতে সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এক শোক বিবৃতিতে, মরহুম মো. শাহজাহান-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, মো. শাহজাহান ২৯ মার্চ দিবাগত রাত ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর, তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি