ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

স্বেচ্ছাসেবক লীগের `ফ্রি অক্সিজেন সেবা` কার্যক্রমের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ২০ এপ্রিল ২০২১

বৈশ্বিক করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আক্রান্ত রোগীদের "ফ্রি অক্সিজেন সেবা" প্রদানের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে আজ ২০ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় কলবাগান ক্রীড়া চক্র প্রাঙ্গণে আয়োজিত "ফ্রি অক্সিজেন সেবা" সার্ভিস এর শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রেসিডিয়াম সদস্য জননেতা অ্যাড. জাহাঙ্গীর কবির নানক। 

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়াচ্ছে ঠিক তখন জনগণের উপর তাদের কোন দায় দায়িত্ব নেই! তারা এই বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিনত করার চেষ্টা করছে! তারা প্রমান করতে চায় বাংলাদেশ একটি ধর্মীয় উন্মাদনার দেশ। বাংলাদেশ একটি ধর্মান্ধ ইসলামি বিপ্লবের দেশ।জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে! ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে! জননেত্রী শেখ হাসিনার কর্মীরা মানুষের সেবাকে দায়দায়িত্ব মনে করে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। এদেশের তিন অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে এক মহাঅপশক্তিতে পরিণত হয়েছে।অংকুরেই যদি হেফাজতকে রুখে দাঁড়ানো না যায় তাহলে এদেশকে আফগানিস্তানের মত করে তালেবানি রাষ্ট্রে পরিনত করবে! বিএনপি জামাত হেফাজত কে উস্কানি দিয়ে, অর্থের যোগান দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির
চেষ্টা করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনকালে হাটহাজারী, ব্রাক্ষনবাড়ীয়া, বায়তুল মোকাররম মসজিদেসহ দেশের বিভিন্ন স্থানে তারা যে আস্ফালন করেছে! তাদের প্রতি দুর্বলতা দেখানোর কোন সুযোগ নেই। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের উদ্দেশ্যে অনেক ভিন্নতা রয়েছে তাদের উদ্দেশ্য অনেক গভীরে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। নাশকতা ও অগ্নিসংযোগকারী অপরাধীদের বিএনপি মহাসচিব কর্তৃক মুক্তি দাবীর প্রসঙ্গে বলেন, এই অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না! তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ-এর প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশনার আলোকে মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগ। জনসচেতনতা সৃষ্টি, টেলিহেলথ সার্ভিস, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, লাশ বহন, গোসল জানাজা দাফন সৎকার ও খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ফ্রি অক্সিজেন সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মহতী উদ্যোগ। এই কার্যক্রম গ্রহনের জন্য তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক লীগ কে অভিবাদন জানান। 

তিনি আরও বলেন, করোনার ভয়াবহতা যদি আরও বৃদ্ধি পায় তাহলে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মানুষের পাশে থাকবো। আমরা মানুষের জন্য রাজনীতি করি।  মানুষের মানবিক সমস্যা গুলো দেখার জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে। যারা বছরের পর বছর মিথ্যাচার করে, অপপ্রচার করে, দেশবিরোধী ও ধ্বংসের রাজনীতি করে! তাদেরকে বাংলাদেশের মানুষ সঠিক এবং সমুচিত জবাব দিবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনকালে দেশবিরোধী ভূমিকায় যারা নেমেছিল তারাই বিএনপি জামাত হেফাজত! তারা একই মুদ্রার এপিঠ ওপিঠ! তারা নাম পরিবর্তন করে বাংলাদেশে ধ্বংসের রাজনীতি করতে চায়। পাকিস্তান আফগানিস্তানের আদলে ধর্মভিত্তিক ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চায়! স্বাধীনতা বিরোধী অপশক্তি ৭৫ ও ২১ শে আগস্টের খুনীচক্র এক ও অভিন্ন! তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পতাকা, জাতীয় সংগীতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে! সারাবিশ্ব যখন করোনায় বিপর্যস্থ তখন রাজনীতির নামে ধর্মব্যবসায়ীরা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্বিচারে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ ভাংচুর করে মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।  বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রের তকমা দিতে উঠে পড়ে লেগেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল সকল রাজনৈতিক দলসহ সকলকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অপশক্তির মোকাবেলা করা হবে। যেকোন মূল্যে রাষ্ট্রের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখা হবে! সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত সে যেই হোক তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে যাবে প্রিয় মাতৃভূমি। 

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আমরা সেবার মানুষিকতা নিয়ে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করি। বিগত দিনে আওয়ামী রাজনীতির দুঃসময়ে স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের দিকনির্দেশনায় কাজ করেছে! করোনার শুরু থেকে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিট সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমান করতে সক্ষম হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সেবার মানসিকতা নিয়ে সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা  আফজালুর রহমান বাবু। তিনি বলেন মহামারী করোনায় বিপর্যস্থ সারাবিশ্ব! স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ভয়কে জয় করে দিনরাত মানুষের সেবায় নিয়োজিত! এমন মূহুর্তে ধর্ম ব্যবসায়ী,স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সদস্যরা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে! তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনরাত মিথ্যাচার ও গুজব রটিয়ে হুমকি ধামকি দিয়ে সাইবার অপরাধ করছে!  তাদের কে রুখে দিতে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান। 

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সম্মানিত সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও দপ্তর সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি