ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

যারা নির্যাতন করছে তাদের কালো তালিকাভুক্ত করা হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ১০ জুন ২০১৭ | আপডেট: ১৪:১৭, ১০ জুন ২০১৭

বিরোধী দলের উপর যারা অন্যায়, অত্যাচার ও নির্যাতন করছে তাদের কালো তালিকাভুক্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।
সকালে দলের কেন্দ্রীয় কাযালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নির্যাতন করে কেউ রেহাই পাবে না, সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে। রিজভী অভিযোগ করেন, রমজান মাসেও বিরোধী দলকে ধর্মীয় কার্যক্রম করতে বাধা দিচ্ছে সরকার দলীয় নেতাকর্মীরা। সারাদেশে ইফতার মাহফিলে হামলা চালানো হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি