ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

কবি হাবীবুল্লাহ সিরাজী’র কফিনে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধার্ঘ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩২, ২৮ মে ২০২১ | আপডেট: ০৭:৩৩, ২৮ মে ২০২১

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী গত ২৪ মে রাত ১১টায় রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। 

২৫ মে সকালে কবি হাবীবুল্লাহ সিরাজী'র জানাজা নামাজে অংশগ্রহণ শেষে সকাল ১০টায় তাঁর কফিনে শ্রদ্ধার্ঘ অর্পন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ। 

শ্রদ্ধার্ঘ্য অর্পনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবি হাবীবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক ও ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। তিনি জাতীয় কবিতা পরিষদের নির্বাচিত সভাপতি হিসেবে চার বার দায়িত্ব পালন করেছেন। 

এছাড়াও তিনি কবি মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদ-এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি