ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এরিককে ৩ মাস আটকে রাখা হয়েছিল, অভিযোগ বিদিশার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২০:১৯, ২৫ সেপ্টেম্বর ২০২১

বক্তব্যকালে বিদিশা এরশাদ

বক্তব্যকালে বিদিশা এরশাদ

Ekushey Television Ltd.

হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর ছেলে এরিক এরশাদকে তারই চাচা জি এম কাদের তিন মাস ঘরে আটকে রেখেছিল বলে অভিযোগ তুললেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ। দলটির জ্যেষ্ঠ নেতা কাজী মো. মামুনূর রশিদের মাধ্যমে ছেলেকে ফেরত পেয়েছিলেন বলেও জানান তিনি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বড়িকান্দি গনি শাহ (রহ:) মাজার প্রাঙ্গণে ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিদিশা।

এ সময় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনূর রশিদের সামাজিক ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠান কাজী মো. মামুনূর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে নগদ এক হাজার টাকা করে দেয়া হয়। 

অনুষ্ঠানে নবীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী ও বিএলডিপি চেয়ারম্যান নাজিমউদ্দিন আল আজাদ, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দীকি, জাতীয় গণতান্তিক মানবিক পার্টি চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি