ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আগামী জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনেই হতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৮, ২৬ জুন ২০১৭

আগামী জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনেই হতে হবে বলে আবারো বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের মানুষও পরিবর্তন চায় উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বাজেটে অতিরিক্ত করারোপ ও আবগারি শুল্কের কারণে ঈদ উদযাপন আনন্দময় হয় নি । 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপার্সন।

পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেগম জিয়া। বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষও পরিবর্তন চায়।

মানুষের মনে ঈদের আনন্দ নেই দাবি করে বিএনপি চেয়ারপারসন আরও বলেন, পাহাড়ধস ক্ষতিগ্রস্তদের প্রতি সরকারের নজর নেই। হাওরবাসীদের মনে আনন্দ নেই। ঈদের আগে যানজটের ভোগান্তি মানুষকে নাজেহাল করেছে। যুক্ত হয়েছে বাজেট পরবর্তী পরিস্থিতি।

তিনি আরো অভিযোগ করেন, সরকারের মন্ত্রী ও সাংসদরা লুটপাটের টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি