ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শপথ নিবেন প্রাণ গোপাল দত্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ০৮:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) শপথ নিচ্ছেন। সংসদ ভবনে ওই শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। 

তাঁকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার ৬ দিন পর গত রোববার নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে অধ্যাপক প্রাণ গোপাল দত্তকে সরকারিভাবে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ঘোষণা করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি