ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

জামালপুর জেলা যুবলীগ সভাপতি ও সম্পাদককে সাময়িক অব্যাহতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ৪ অক্টোবর ২০২১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জামালপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জামালপুর জেলা শাখার সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

আরও বলা হয়, সেই সাথে সহ-সভাপতি এরশাদ হোসেন সোহেলকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. রাশেদুল ইসলাম খোকনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি