গণভবনে হবে আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভা
প্রকাশিত : ০৮:৪২, ৭ অক্টোবর ২০২১
সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন, আসন্ন ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং কয়েকটি উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন, থানা/উপজেলা ও জেলা আওয়ামী লীগের রেজুলেশনে এবং বিভিন্ন সংস্থার রিপোর্টে ইতিবাচক পর্যবেক্ষণেই মিলবে নৌকা। দলের একাধিক সূত্র এমন তথ্য জানিয়েছেন। ৮৪৮টি ইউনিয়নে বুধবার (৬ অক্টোবর) শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪ হাজার ৪৫৮ জন।
এদিকে সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ১১ জন। এছাড়া ১০ পৌরসভায় ৫৩ জন মেয়র পদপ্রার্থী মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন। একই সঙ্গে উপজেলা নির্বাচনে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ১৯ জন।
দলীয় সূত্র জানায়, মনোনয়ন বোর্ডের যৌথ সভায় আজ সিরাজগঞ্জ-৬ আসন এবং পৌরসভা ও উপজেলার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের বৈঠক টানা তিন দিন চলতে পারে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন বোর্ডের যৌথ সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
এসএ/
আরও পড়ুন