ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

এবার কার সাথে জোট বাঁধবে জাতীয় পার্টি?

রিয়াজ সুমন

প্রকাশিত : ১২:১৯, ৯ অক্টোবর ২০২১ | আপডেট: ১২:৫৭, ৯ অক্টোবর ২০২১

কোনো রাজনৈতিক দলের রাষ্ট্র ক্ষমতায় আসার পেছনে নিজের দলকেই নিয়ামক শক্তি মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। একুশে টেলিভিশনকে তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিবারই জাতীয় পার্টির সাথে জোট করে সরকার গঠন করেছে। তবে এবার কার সাথে জোট বাধবেন তা এখনও ঠিক করেননি জিএম কাদের। নির্বাচনের ঠিক আগে আগে জোট নিয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।

হুসেইন মুহাম্মদ এরশাদ সামরিক শাসন জারি করে ক্ষমতা দখলের পর ১৯৮৬ সালের পহেলা জানুয়ারি গঠন করেন জাতীয় পার্টি। 

নবম জাতীয় সংসদ নির্বাচন থেকেই আওয়ামী লীগের সাথে জোটে আছে জাপা। দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাপার হাল ধরেন ছোটভাই জিএম কাদের। যদিও নেতৃত্ব নিয়ে জিএম কাদের-রওশন দ্বন্দ্বও অনেক দূরই গড়ায়। এখন মাঝে মাঝেই দৃশ্যপটে আসছেন বিদিশা-সাদ এবং এরিক।

পারিবারিক দ্বন্দ্ব মাঝে মাঝেই প্রকাশ্যে আসলেও দলে জিএম কাদেরের নেতৃত্ব অনেকটাই সুদৃঢ়। টানা তিন নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট এবং সমঝোতা করেই নির্বাচন করেছে জাতীয় পার্টি। আগামী নির্বাচনে কোন দিকে যাবে জাতীয় পার্টি? একুশে টেলিভিশনকে জিএম কাদের জানান, আপাতত তিনশ’ আসনেই প্রার্থী দেয়ার রোডম্যাপ তৈরি করছে জাপা।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘যে কোন পরিস্থিতিতে দর কষাকষির জন্য আমাদের শক্তিটা বড় ফ্যাক্টর। সেই হিসেবে সারাদেশে যাতে আমাদের শক্তি থাকে সেভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা ৩শ’ আসনে প্রার্থী সেট করার চেষ্টা চলিয়ে যাচ্ছি।’

এবারও কি আওয়ামী লীগের সাথে জোটে থাকবে জাপা? এ প্রশ্নে জিএম কাদের বলেন, আগেভাগেই কোনো সিদ্ধান্ত নয়। নির্বাচনী রাজনীতির মেরুকরণ বুঝেই সিদ্ধান্ত হবে বলেই জানালেন তিনি।

জিএম কাদের আরও বলেন, ‘আমাদের ছাড়া আওয়ামী লীগ কোন সময়ে ক্ষমতায় আসতে পারেনি। মোটামুটি আমাদেরকে সঙ্গে নিয়ে ক্ষমতায় এসেছে। যে সময় আমরা ওনার সঙ্গে ছিলাম না সেসময়ে ওনারা ক্ষমতায় আসতে পারেনি। আমরা যাকে যখন সমর্থন দিব, দেখা যায় সেই সরকার গঠন করতে পারে। তখনই প্রশ্ন আসে আমরা বিএনপিকে দিব না আওয়ামী লীগকে দিব। সেই জায়গায় আমাদের কিছু লোক বিএনপিকে দিতে চায় আবার কিছু লোক আওয়ামী লীগকে সমর্থন দিতে চায়। এ নিয়েও অনেকের মধ্যে বিভ্রান্তি আছে। নিয়ামক শক্তি হওয়ার কারণে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হয় ওইভাবেই, যাতে করে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটে।’

নির্বাচনের আগে পার্টিকে শক্তিশালী করতে চান জিএম কাদের।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমরা সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই। আমাদের ভাবমূর্তিটা যাতে জনগণের কাছে উজ্জ্বল হয় সেভাবে কাজ করতে চাই। জনসম্পৃক্ততাও বাড়াতে চাই।

জোট কিংবা আসন ভাগাভাগি প্রশ্নে জনগণের প্রত্যাশাকে প্রধান্য দিতে চান জাতীয় পার্টি চেয়ারম্যান। 

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি