ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আখতারুজ্জামান বাবুর মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ৪ নভেম্বর ২০২১

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর নবম মৃত্যুবার্ষিকী ৪ নভেম্বর। তিনি ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। দীর্ঘ সময় ধরে তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

আখতারুজ্জামান চৌধুরী বাবু ১৯৪৫ সালের ৩ মে আনোয়ারার হাইলধর গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৬৭ সালে আওয়ামী লীগে যোগ দেন। ১৯৬৮ সালে দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন। তিনি সত্তরের সাধারণ নির্বাচনে আনোয়ারা ও পশ্চিম পটিয়া থেকে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন।

স্বাধীনতার পর তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন। তিনি চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। নবম জাতীয় সংসদে তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। 

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

দিনটি উপলক্ষে দলের পাশাপাশি পারিবারিকভাবেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

দিনটি উপলক্ষে ৪ নভেম্বর নগরীর থিয়েটার ইনস্টিটিউটে স্মরণসভার আয়োজন করেছে মহানগর আওয়ামী লীগ। এ ছাড়া আখতারুজ্জামানের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানাবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তার গ্রামের বাড়িতেও স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি