ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মির্জা ফখরুল ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ১১ জানুয়ারি ২০২২

করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর আগের দিন সোমবার তার স্ত্রী রাহাত আরা করোনায় আক্রান্ত হন।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই বিএনপি মহাসচিব ও তার স্ত্রী অসুস্থ বোধ করছিলেন। পরে পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট আসে। 

দুজনের শারীরিক অবস্থাই এখন ভালো আছে।  চিকিৎসকের পরামর্শে তারা দুজনে এখন বাসাতেই থাকছেন।

মির্জা ফখরুলের পরিবার বিএনপি নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সর্বশেষ গত ৮ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কয়েক হাজার নেতাকর্মীর এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি