ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আইভির জনপ্রিয়তায় দিশেহারা তৈমুর: আমিনুল ইসলাম আমিন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ১২ জানুয়ারি ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, নারায়নগঞ্জের অলি-গলিতে আইভির উন্নয়নের ছোঁয়া। আর উন্নয়নের সাথে তার সততা ও ন্যায়নিষ্ঠতার জন্য তার জনপ্রিয়তায় প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকার দিশেহারা হয়ে পড়েছেন। আগামী ১৬ জানুয়ারী তার প্রমাণ দিবে নারায়নগঞ্জবাসী।

আজ বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ ৫নং ওয়ার্ডের পশ্চিম কলাবাগ, মুন্সি পাড়ায় বাড়ি-বাড়ি গণসংযোগ শেষে এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নারায়নগঞ্জের উন্নয়ন অভিযাত্রা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মহাযজ্ঞের সম্মিলনে প্রতিষ্ঠিত হবে এক আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ।
 
কর্মী সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জননেত ইসহাক আলী খান পান্না, নারায়ণগঞ্জ নগর আওয়ামী লীগ নেতা রমজান আলী, মতিউর রহমান ব্যাপারী, মতিন প্রধান, জামান প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি