ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফের কোভিড আক্রান্ত যুবলীগ সাধারণ সম্পাদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ২০ জানুয়ারি ২০২২

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।

জয়দেব নন্দী জানান, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। শারীরিক অসুস্থতা অনুভব করায় গত ১৮ জানুয়ারি হেলথকেয়ার সেন্টারে কোভিড টেস্ট করতে দেন তিনি। পরে বুধবার টেস্টের রেজাল্ট পজেটিভ আসে। 

তিনি আরও জানান, এরপর থেকে তিনি বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। যুবলীগ সাধারণ সম্পাদক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, জানান জয়দেব নন্দী।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি