ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাবি ছাত্রলীগের হল শাখার বার্ষিক সম্মেলন উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ৩০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৬:১৭, ৩০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

উদ্বোধন করা হয়েছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আবাসিক হল শাখার বার্ষিক সম্মেলন। করোনাভাইরাস সংক্রমণের কারণে টিএসসির ভেতরের মাঠে সীমিত পরিসরে এ সম্মেলনের আয়োজন করা হয়।

টিএসসির সামনে বেলা ১১টার দিকে জাতীয় সংগীত, দলীয় সংগীত ও পায়রা উড়িয়ে এ সম্মেলন উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে হল এ সম্মেলন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন হলের সভাপতি-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রস্তুতি জানাতে শনিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। হল কমিটিতে যোগ্যদের নেতৃত্বে আনা হবে বলে সংবাদ সম্মেলনে জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা।

ঢাবিতে হল সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে নতুন নেতৃত্ব তৈরির যে দাবি ছিল তা আনুষ্ঠানিকভাবে কাটল এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণ সঞ্চার হলো।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি