ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন মায়া-কামরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০২২

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও এডভোকেট কামরুল ইসলামকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও এডভোকেট কামরুল ইসলাম দুই জনই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী সংসদের সদস্য। এই পদ থেকে তাদেরকে সভাপতিমণ্ডলীর সদস্য পদে উন্নীত করা হলো।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর  অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।
সূত্র: বাসস
এসএ/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি