ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ইসি গঠনে নামের তালিকা দিয়েছে আ.লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২২

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ তালিকা জমা দেওয়া হয়।

আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তালিকা জমা দেন। উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তালিকা জমা দেওয়ার বিষয়ে সেলিম মাহমুদ বলেন, “আমরা কেবল বার্তাবাহক হিসেবে দলের পক্ষে সিলগালা করা একটা কাগজ জমা দিয়েছি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমন্ডলীর সদস্যদের সিদ্ধান্তে নামের তালিকা করা হয়েছে। কাদের নাম আছে, তা জানা নেই।” 
সূত্র: বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি