ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ৩ মার্চ ২০২২

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ মার্চ) বিকাল ৩ টা হইতে রাত ৮ টা পর্যন্ত কাকরাইলস্থ আইডিইবি ভবনে কেন্দ্রীয় কমিটির এ সভা হয়। 

সভায় সরকারের উন্নয়ন ও অর্জনসমূহ প্রচার, মাসব্যাপী অগ্নিঝরা মার্চের কর্মসূচীসহ সাংগঠনিক এবং বিবিধ বিষয়ে দিকনির্দেশনা দেন সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ। 

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সহ- সভাপতি, উপদেষ্টা মন্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক সহ নেতৃবৃন্দ। 

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমন্ডলী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় উপ সম্পাদক, কার্যনির্বাহী সদস্য ও জাতীয় পরিষদ সদস্যবৃন্দ।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি