ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

তৃণমূল নেতৃত্ব নির্বাচনে প্রশংসিত হচ্ছে যুবলীগ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ৮ মার্চ ২০২২

তৃণমূলে নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতা ফেরানোর চেষ্টায় প্রশংসিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

গত রোববার সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বরগুনা ও পটুয়াখালী জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি হয়েছেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট সৈয়দ সোহেলকে। 

অন্যদিকে বরগুনার সভাপতি করা হয়েছে মো. রেজাউল করিম এ্যাটমকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আবুল কালাম আজাদকে। 

ফরিদপুর জেলা যুবলীগের কমিটি গঠনের কয়েক মাস পর এই দুই জেলা কমিটি প্রকাশ পেল। 

ফরিদপুরের পটুয়াখালী ও বরগুনা জেলা যুবলীগের কমিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধুবাদ ও প্রশংসা করছেন অনেকেই। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা জেলা ইউনিট কমান্ডের কমান্ডার আ. রশিদ মিয়ার স্বাক্ষরে অফিসিয়াল প্যাডে বরগুনা জেলা যুবলীগের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে সেই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। 

বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। 

তিনি লিখেছেন, “বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বরগুনা জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বরগুনা ও বরগুনাবাসীর সামগ্রিক উন্নয়নে নব-নির্বাচিত এ কমিটি দায়িত্বশীল ও কার্যকরি ভূমিকা রাখবে-এ প্রত্যাশা সকলের।”
 
বরগুনা জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংকৃতিক সংগঠনের পক্ষ থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককেও সময়োপযোগী কমিটি গঠনের জন্য ধন্যবাদ জানানো হয়। 

অন্যদিকে পটুয়াখালী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স জেলা যুবলীগের নতুন নেতাদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, “... তোমাদের নেতৃত্বে আলোকিত সোনার বাংলা নির্মাণে এগিয়ে যাক পটুয়াখালী জেলা যুবলীগ-এ প্রত্যাশা রইলো,“ লিখেছেন তিনি।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির কর্মশালা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুমন জাহিদ পটুয়াখালী জেলা যুবলীগের নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফেসবুকে লিখেছেন, “...প্রার্থী অনেক কিন্তু নেতা হয় দুইজনই, অনেক যোগ্য প্রার্থীও বাদ পড়ে। সেটা মেনে নিয়েই এগুতে হয়, কেননা রাজনীতি এ লাইফ লং জার্নি। এখানে অভিমানের কোন জায়গা নাই। আশা করি পদপ্রাপ্ত ও পদবঞ্চিত সবাইকে নিয়েই এগিয়ে যাবে মানবিক যুবলীগ। জয় বাংলা।”

এছাড়া নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান তুহিন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি