ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

‘যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ১৭ এপ্রিল ২০২২

যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয়, ছদ্মবেশি বর্ণচোরা মুক্তিযোদ্ধা। মুজিবনগর দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শপথ নেয়ার কথাও জানান তিনি।

ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

রোববার সকাল ৭ টা ৫৫ মিনিটে শুরুতেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরপর আওয়ামী লীগের পক্ষে দলের সিনিয়র নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধার্ঘ অর্পণ করেন ওবায়দুল কাদের। 

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "যারা মুজিবনগর দিবস পালন করে না তারা মুক্তিযোদ্ধা নয়। এরা ছদ্ধবেশি বর্ণচোরা মুক্তিযোদ্ধা।"

এসময় অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার শপথ নেয়ারও কথা বলেন ওবায়দুল কাদের।

এদিকে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ এবং ছাত্রলীগসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি