ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

‘যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন সম্পর্কে প্রভাব পড়বে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ১৮ এপ্রিল ২০২২

সালমান ফজলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সালমান ফজলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাস, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। 

যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে সালমান এফ রহমান বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার যে রিপোর্টগুলো প্রকাশ করে তা স্থানীয়দের কাছ থেকে শুনে করা হয়। তাই সব রিপোর্টে সঠিক তথ্য থাকে না, তাছাড়া রিপোর্টগুলো নিয়ে তদন্তও হয় না। তাই মানবাধিকারের সব রিপোর্ট সঠিক নয়। সাধারণ মানুষদের কাছ থেকে রিপোর্টগুলো শুনে করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র স্বীকার করে। 

জ্বালানী ছাড়াও অন্যান্য খাতে মার্কিন বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আগামী মে মাসে যুক্তরাষ্ট্রের ২২টি কোম্পানির প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে যেখানে জ্বালানি ছাড়াও অন্যান্য খাতে বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে আলোচনা হবে।

যুক্তরাষ্ট্র থেকে আসা তুলায় যেন জেএসপি সুবিধা দেওয়া হয় বাংলাদেশের ব্যবসায়ীদের দীর্ঘদিনের এমন দাবির বিষয়ে সালমান এফ রহমান বলেন, এ ব্যাপারে রাষ্ট্রদূত বলেছেন কাজটা খুব একটা সহজ না কারণ ২০১৩ সালে বন্ধ হয়ে যাওয়া জেএসপি সুবিধা চালু করতে হলে আইন পরিবর্তন করতে হবে তাই সেটা সময় সাপেক্ষ ব্যাপার। 

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাঁস বলেন, এটি একটি সফল বৈঠক ছিল। আমাদের দুই দেশের অর্থনীতির সহযোগিতার বিষয়ে আমরা আলোচনা করেছি। আমি জনাব রহমান কে বলেছি অর্থনীতি হতে পারে আমাদের দুই দেশের যৌথ উন্নয়নের একটি ক্ষেত্র। আগামী মাসের শুরুতে আমাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসছে এছাড়া জুন মাসে যৌথ অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে সালমান এফ রহমান যুক্তরাষ্ট্রে যাবেন।

মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলে আমরা মানবাধিকার প্রতিবেদন তৈরি করি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। তবে এই প্রতিবেদন দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি