ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়েই বিএনপি’র উত্থান: হানিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ২ মে ২০২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে বিএনপি’র উত্থান। তাদের নেতাকর্মীদের মুখে গুম-খুনের অভিযোগ মানায় না। 

সোমবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

হানিফ বলেন, “হত্যা আর রক্তের মধ্যে দিয়ে বিএনপি’র সৃষ্টি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে বিএনপি’র উন্থান হয়েছে। এদের নেতাকর্মীদের মুখে শুধু গুম, খুনের কথা মানায় না।”

তিনি বলেন, “ক্ষমতায় থাকতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারা আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলো। এটা দেশবাসী জানে, ভুলে যায়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে আন্দোলনের নামে ২০১৩-১৪-১৫ সালে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। এ দেশে যত হত্যা খুনের অপকর্ম সবই বিএনপির দ্বারা। তারা কোন মুখে অন্যের ঘাড়ে দোষ চাপায়।”

এসময় ঈদযাত্রা প্রসঙ্গে হানিফ বলেন, “সড়ক ফোর লেনকরাসহ যোগাযোগ খাতে অনেক উন্নতি হয়েছে। তাই আগের মত এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমেছে। মানুষ স্বস্তিতে ও নিরাপদে বাড়ি পৌঁছাচ্ছে।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি