ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা বিকেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১৩ মে ২০২২

ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড’র সভা শুক্রবার বিকেলে বসছে। 

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বৈঠকে সব সদস্যদের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনসহ বেশ কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় পার্থীর নাম ঘোষণা করা হবে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি