ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: দেশব্যাপী আ.লীগের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ৪ জুন ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বিএনপি ও ছাত্রদল নেতাদের বক্তব্যের প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। যদিও কেন্দ্রীয় আওয়ামী লীগ এ সমাবেশ করবে না। তারা মহানগর আওয়ামী লীগের সঙ্গে সমাবেশ করবে। সে তারিখ এখনো ঠিক হয়নি বলে জানান দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান। 

তিনি বলেন, সারাদেশের নেতৃবৃন্দের সময়-সুযোগ অনুযায়ী এ বিক্ষোভ সমাবেশ করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

জানা গেছে, ঢাকায় সহযোগী সংগঠনগুলোর শনিবারের পূর্বঘোষিত বিক্ষোভ ও সমাবেশে অংশ নেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। অন্যদিকে যেসব নেতা সাংগঠনিক দায়িত্বে বিভিন্ন জেলা-উপজেলায় আছেন, তারা সেখানে বিক্ষোভে অংশ নেবেন। ঢাকায় বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ বিক্ষোভ করবে। একই সময় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করবে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। গুলিস্তানে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি