ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পেল বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২২ জুন ২০২২

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে বিএনপিকে। বুধবার (২২ জুন) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। 

জানা গেছে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এলজিআরডি মন্ত্রণালয়ের একজন উপসচিব দাওয়াত কার্ড পৌঁছে দিয়েছেন বিএনপি কার্যালয়ে।

কতজন এবং কাকে দাওয়াত দেওয়া হয়েছে এবিষয়ে কিছু জানা যায়নি। তবে বিএনপির একজন নেতা জানিয়েছেন, এ ব্যাপারে তাদের আগ্রহ নেই। তাই দাওয়াত পত্র খুলে দেখা হয়নি। 

দেশের এ পরিস্থিতিতে এ ধরনের অনুষ্ঠানে যাওয়ার প্রশ্নই আসে না বলেও জানিয়েছেন ওই নেতা। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি