ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাজী সেলিমের বড় ভাইয়ের মৃত্যু, প্যারোলের আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা-৭ আসনের কারাবন্দি সংসদ সদস্য হাজী মো. সেলিমের বড় ভাই হাজী কায়েস মারা গেছেন। এ জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছেন সেলিম।

শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলীতে নিজের বাসায় কায়েসের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর।

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল বলেন, “বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন হাজী কায়েস। জুমার পর চকবাজার শাহী জামে মসজিদে তার জানাজা হবে। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।”

বড় ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য হাজী সেলিম প্যারোলে মুক্তির আবেদন করেছেন বলেও জানিয়েছেন মহিউদ্দিন।

তবে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেছেন, “বেলা ১২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যারোল অনুমোদনের কাগজ তারা হাতে পাননি।”

দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাকে কারাগারে পাঠায় আদালত।

ওইদিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার কথা বলে নেওয়া হয়। এরপর থেকে কারা তত্ত্বাবধানে হাসাতালেই আছেন এ সংসদ সদস্য।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি