ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

জাতীয় নির্বাচন নিয়ে কোন সংকট নেই: হানিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ১০ জুলাই ২০২২

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখনো কোন সংকট তৈরি হয়নি। এখনো অনেক সময় আছে। আগামী বছর যখন নির্বাচনী হাওয়া উঠবে তখন সব দলই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। আশা করছি সবাই নির্বাচনে অংশ নেবেন।”

রোববার সকালে কুষ্টিয়া প্রধান ঈদগাহ ময়দানে ঈদ-উল আযহার নামাজ আদায় শেষে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। 

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “ঈদুল আযহার ত্যাগের মহিমায় দেশ আরো এগিয়ে যাবে।”

কুষ্টিয়ার ৬টি উপজেলার ১৩০টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আযহার নাম অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবির মানুষ এতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 
সূত্র: বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি