ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হঠাৎ অসুস্থ খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ১৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাতে হঠাৎ অসুস্থ অনুভূত হওয়ায় তার বাসায় অ্যাম্বুলেন্সে করে ইসিজি মেশিন, একজন টেকনোলজিস্ট, একজন নার্স ও ডা. শাহাবুদ্দিন এবং ডা. এজেডএম জাহিদ হোসেন গিয়ে উপস্থিত হন।

রাতে হঠাৎ করে খালেদা জিয়ার জ্বর, ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় এবং বুকে সামান্য ব্যথা অনুভূত হয়। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।

মঙ্গলবার খালেদা জিয়ার ইসিজি এবং ব্লাডের কিছু নমুনা নেওয়া হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি