ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলী মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ২৫ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব হায়দার আলী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

রোববার রাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হায়দার আলীর মৃত্যু হয় বলে তার ছেলে জিসান হায়দার জানিয়েছেন।  

হায়দার আলী দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন। 

হায়দার আলীর জন্ম শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলায়। সেখানে ভোটকান্দি ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।

হায়দার আলী তার কর্মজীবনে তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ঢাকা ও মুন্সীগঞ্জের ডিসি ছিলেন তিনি।

সরকারি চাকরি থেকে ২০০৮ সালে অবসরে যাওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন হায়দার আলী। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি