ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মারা গেছেন বরিশালের সাবেক মেয়র কামাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ৩১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামাল মারা গেছেন।

রাজধানীর বনানীর নিজ বাসায় শনিবার রাত ১১টায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছেলে কামরুল আহসান রুপম।

আহসান হাবিব কামালের বয়স হয়েছিল ৬৮ বছর।

রুপম জানান, তার বাবা কিডনিজনিত অসুস্থতা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তাকে বাসায় নিয়ে নেওয়া হযেছিল। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত ১১টায় বাসাতেই মারা যান তিনি।

আহসান হাবিব কামাল বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ছিলেন। 

এছাড়া বরিশাল পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি