ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বিএনপির চেয়েও জাতীয় পার্টির আয় বেশি, ব্যয় কম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ৩১ জুলাই ২০২২

২০২১ সালে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) আয় করেছে দুই কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। একই সময়ে দলটি ব্যয় করেছে ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। অর্থাৎ ব্যয়ের চেয়ে দলটির আয় এক কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা বেশি।

রোববার জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল করিম ভূইয়া নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেন। যদিও দলটির আয় ও ব্যয়ের খাত প্রতিবেদনে উল্লেখ ছিল না।

রেজাউল ইসলাম ভূইয়া উপস্থিত সাংবাদিকদের বলেন, ২০২১ সালে জাতীয় পার্টি ব্যয়ের চেয়ে আয় বেশি করেছে। গত বছর ব্যাংক জমাসহ দলের আয় হয়েছে দুই কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। একই সময় দল ব্যয় করেছে ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। বছর শেষে দলটির স্থীতির পরিমান এক কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণী অনুযায়ী, গত এক বছরে বিএনপির চেয়ে এক কোটি ২৫ লাখ ৭২ হাজার ৭১০ টাকা বেশি আয় করেছে জাতীয় পার্টি। একই সময়ে বিএনপির চেয়ে কম খরচ করেছে দলটি।

জাপার হিসাব বিবরণী অনুযায়ী, ২০২০ সালে জাপার আয় ছিল এক কোটি ২৭ লাখ ৭২ হাজার ৮৭৭ টাকা ৫৪ পয়সা। ওই বছর দলটি ব্যয় করেছে ৭৬ লাখ চার হাজার ১২০ টাকা। ফলে উদ্বৃত্ত ছিল ৫১ লাখ ৬৮ হাজার ৭৫৭ টাকা ৫৪ পয়সা। ২০১৯ সালে দলটির আয় ছিল এক কোটি ৯৬ লাখ ২২ হাজার ৫৪৫ টাকা। ওই বছর দলটির ব্যয় দেখানো হয় এক কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৫৭০ টাকা।

এর আগে রোববার সকালে ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দেয় আওয়ামী লীগ। ২০২১ সালে ক্ষমতাসীন এ দলটি আয় করেছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। ব্যয় হয়েছে ছয় কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। আয়ের বড় খাত দেখানো হয়, মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্য ফরম বিক্রি।

অন্যদিকে এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি গত ২৮ জুলাই ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। দলটি ২০২১ সালে আয় করেছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। এসময় দলটি ব্যয় করেছে এক কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি