ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

রুহিন হোসেন প্রিন্স বাম জোটের নতুন সমন্বয়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ১৮ আগস্ট ২০২২

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সকে বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রুহিন হোসেন প্রিন্স জানান, তিন মাস অন্তর জোটের সমন্বয়ক পরিবর্তন করা হয়। সেই ধারাবাহিকতায় জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে তাকে।

বাম জোটের সর্বশেষ সমন্বয়ক ছিলেন অধ্যাপক আব্দুস সাত্তার।

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি