ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান বুলুর ওপর হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২২

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু তার স্ত্রী শামীমা বরকত লাকিসহ ৪ জনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তার স্ত্রীর হাত ভেঙে গেছে। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে এ ঘটনা ঘটে। 

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান দোলন ঢাকা পোস্টকে বলেন, বিকেলে নোয়াখালী থেকে ঢাকায় যাচ্ছিলেন বুলু। মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নামেন তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা দল বেঁধে মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। হামলায় বুলু মারাত্মক রক্তাক্ত হন। এসময় তার স্ত্রী শামীমা বরকত লাকীর হাত ভেঙে যায়। 

এ সময় বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজুও আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ভূইয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসা দিয়ে পুনরায় ঢাকায় রওয়ানা হন তিনি।

হামলাকারীরা এসময় বরকত উল্লাহ বুলুসহ ৩-৪ জনের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলেও জানান তিনি।

মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম ঢাকা পোস্টকে বলেন, আমি ফোনে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে আসি। আমি এসে উনাকে বা কাউকেই পাইনি। তবে হামলার কিছু চিহ্ন রয়েছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি