ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

ড. কামালকে গণফোরাম থেকে অব্যাহতি, মিজানুর বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ২০ সেপ্টেম্বর ২০২২

মোস্তফা মহসিন মন্টু নেতৃত্বাধীন গণফোরাম থেকে ড. কামাল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে দলের প্রধান উপদেষ্টার পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্যপদসহ সব ধরণের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে তাদের অব্যাহতি এবং বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। মোস্তফা মহসিন মন্টু নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরি এসব কথা জানান।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু এবং গণফোরামের নির্বাহী সভাপতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণফোরামের (মোকাব্বির খাঁন) কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে ড. কামাল হোসেনকে সভাপতি ও ডা. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি