ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

যুবলীগ চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ৩ অক্টোবর ২০২২

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ এর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার যোহর নামাজবাদ হযরত শাহ নূরী (রহঃ) মাদ্রাসা ও এতিমখানায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন সজীব এর আয়োজনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাইফুল হক, ওয়ার্ড যুবলীগ নেতা হেলাল খান, ইকবাল গাজী, হাতিরঝিল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন অপু, ঢাকা মহাঃ দক্ষিণ ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক সৈয়দ মোক্তাদির সাদ, উপ ক্রিড়া সম্পাদক আকিব, ঢাকা মহাঃ উত্তর ছাত্রলীগের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা আল নাফিস সহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

পরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি’র সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ এর রোগ মুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হযরত শাহ নূরী (রহঃ) মাদ্রাসা ও এতিমখানার ইমাম হাফেজ নোমান সিদ্দিকী।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি